Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

বাংলাদেশের অন্যান্য বিভাগের মতোই চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া উপজেলার পদুয়ািইউনিয়নে  প্রচলিত প্রায় সব ধরণের খেলাধুলা প্রচলিত রয়েছে।  জনপ্রিয় খেলা যেমন ফুটবল, ক্রিকেট, বিলিয়ার্ড, টেবিলটেনিস, এথলেটিক্স, স্নুকার, দাবা ইত্যাদি প্রচলিত রয়েছে।চট্টগ্রামের ঐতিহাসিকগণ অবশ্য বেশকিছু প্রাচীন খেলার কথা উল্লেখ করে থাকেন।এর মধ্যে রয়েছে বলীখেলা, গরুর লড়াই.  ইত্যাদি। এর মধ্যে  বলীখেলা এবং কুস্তি এবং  এখনও চালু আছে। তবে কালের বিবর্তনে প্রাচীন গ্রামীন খেলা যেমন, দাড়িয়াবাঁধা, গোল্লাছুট ইত্যাদি বিলুপ্ত হতে চলেছে। সে স্থান দখল করেছে ক্রিকেট, ফুটবল ইত্যাদি আধুনিক খেলাধুলা।

 পদুয়া ইউনিয়নের বিনোদন

 

১। খুরুশিয়া ইকো পার্ক

২। রাভার ডেম্প

৩। পশু অভয় আরন্য