উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রিন্সিপাল জোৎস্না বিকাশ চৌধুরী স্মৃতি অডি্টরিয়ামে আলহাজ্ব আহমদর রহমান সাহেব এর স্মরনে এক শোকসভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও আজীবন দাতা জনাব আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম তালুকদার (বাদশা), প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনীয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আবু ইউসুফ, প্রধান বক্তার বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব এম. মাহবুব আলম চৌধুরী,(সাবেক চেয়ারম্যান, 10নং পদুয়া ইউনিয়ন পরিষদ), বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব মো: আবু জাফর (সাবেক চেয়ারম্যান, 10নং পদুয়া ইউনিয়ন পরিষদ), জনাব মো: নুরুল আবছার তালুকদার (সভাপতি, গভর্নিং বডি, দক্ষিণ রাঙ্গুনীয়া পদুয়া ডিগ্রী কলেজ), অধ্যাপক মোহাম্মদ লোকমান, (প্রিন্সিপাল,দক্ষিণ রাঙ্গুনীয়া পদুয়া ডিগ্রী কলেজ) অধ্যাপক কাজী খায়রুল হক, (অতিরিক্ত পরিচালক. অর্থ ও হিসাব বিভাপ, আন্তর্জিতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম), আলহাজ্ব মো: আনোয়ার হোসেন লিপু (বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী), বাবু বিজন দাশ গুপ্ত (সাবেক সহ-সভাপতি, উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়), মো: রফিক (প্রধান শিক্ষক, উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়), শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, রুকন, নাসিম প্রমুখ । অনুষ্টা সনচালন করেন বিদ্যালয় শিক্ষক জানাব মো: খুরশিদ আলম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস